“চিংড়ি বালাচাও” হচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার
“চিংড়ি বালাচাও” খুবই সুস্বাদু ও মুখরোচক একটি খাবার। নামটা যেমন অন্যরকম, খেতেও অসম্ভব মজাদার। বালাচাও হচ্ছে এক প্রকার রেডি টু ইট ফুড, যা মুলত চিংড়ি, পেয়াজ , রসুন, শুকনো মরিচ ও মশলার একটি মিশ্রণ।
অফিসেরকাজের প্রেসারে বাসায় কোন তরকারি রান্না না হলে গরম গরম ধোঁয়া উড়তে থাকা সাদা ভাতের সাথে ইচ্ছা অনুযায়ী বালাচাও মেখে অনায়াসে খাবার টা সেরে নিতে পারেন।
যেভাবে তৈরি করে থাকিঃ
বাজার থেকে বাছাইকৃত সেরা মানের অর্গানিক ছোট চিংড়ি (লবণ, ক্যামিকেল ও বালু মুক্ত) সংগ্রহের পর ভালোভাবে বেছে, ধুয়ে, শুকানো হয়। পরে দেশি পেঁয়াজ ও রসুনের বেরেস্তার সাথে স্পেশাল মশলার সংমিশ্রণে সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা হয় এই মুখরোচক চিংড়ি বালাচাও।