ঔষধ টি খাওয়ার ২০/২৫ দিন এর মধ্যে চুলাকানী বেড়ে যেতে পারে। যেটা ৯০% লোকের সাথেই হয়ে থাকে। এতে ঘাবরানোর কিছু নেই এক হিসেবে এটা পজিটিভ দিক। দীর্ঘদিন শরীরে চেপে থাকা ক্ষতিকর টক্সিন গুলোকে আগে জাগ্রত করে যার ফলে চুলাকানী বেরে গিয়ে ভিতর থেকে নির্মুল হতে থাকে।
খাবার নিয়ম ও পরামর্শ
খাবার নিয়মঃ
এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমান এলার্জি কিলার পাউডার মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। প্রথম এক সপ্তাহ সকাল এবং রাতে দুই বেলা খাবেন।
পরামর্শঃ
যে খাবার গুলো খেলে এলার্জি চুলকানী বেরে যায় সেই সকল খাবার থেকে বিরত থাকবেন । নিয়মিত শরীর পরিস্কার রাখবেন। ভাড়ী জনসমাগম এড়িয়ে চলবেন। বাহিরে থেকে এসে দ্রুত ফ্রেশ হবেন।